ড্রাইভিং সিটে বসে সৌদি নারীর র‌্যাপ সঙ্গীত, সোশাল মিডিয়ায় ভাইরাল

সৌদি আরবে যেদিন আনুষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, সেদিনই সেদেশের গায়িকা লিসা এ (সোশ্যাল মিডিয়ার নাম) গাড়ির ড্রাইভিং সিটে বসে একটি র‍্যাপ সঙ্গীত রেকর্ড করে সেই ভিডিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়।

গানের কথা এরকম-আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই…আমার সাথে রয়েছে ড্রাইভিং লাইসেন্স’। একটি হুন্দাই গাড়ির ড্রাইভিং সিটে এস র‍্যাপ সঙ্গীতের সুর তিনি গানটি রেকর্ড করেন। তারপর তা তুলে দেন ইনস্টাগ্রামসহ এবং ইউটিউবে। ২৪ জুন সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ওঠে। ঐ সৌদি নারী র‍্যাপার তার উচ্ছ্বাস চেপে রাখতে মুহূর্তও দেরি করেননি।

লিসার ঐ মিউজিক ভিডিও এ কদিনে ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে।