আসন্ন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাটিংটা দারুন হয়েছে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ৮৪.২ ওভারে ৮ উইকেটে ৪০৩ রান করেছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানে ৩ উইকেট হারালেও তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরির উপর ভর করে এই বিশাল করেছে বাংলাদেশ। তামিম ১২৫ ও রিয়াদ ১০১ রান করে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন।
এর আগে রান করে প্রস্তুতি ভালোই সেরেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসও।অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৬৭ রান।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ: ৪০৩/৮ (৮৪.২)
তামিম ইকবাল ১৩৫* (R), মাহমুদউল্লাহ রিয়াদ ১০১* (R), সাকিব ৬৭,মুমিনুল ৭, শান্ত ৪, লিটন ২ ও সোহান ১, মিরাজ ২৪ রান করেন।
প্রতিপক্ষ শিবিরের বোলারদের মধ্যে প্রত্যাবর্তন ম্যাচে একাই ৪টি উইকেট শিকার করেন জোসেফ। এছাড়া শেফাহার্ড ও হার্ডিং ১ টি করে উইকেট নেন।
বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।
উইন্ডিজ দল : শামার ব্রুকস (অধিনায়ক), জন ক্যাম্পবেল, টগেনারিন চন্দরপল, জাহমার হ্যামিলটন, শিমরন হ্যাটমিয়ার, আলজেরি জোসেফ, কিউন হার্ডিং, শায়ান মোসলে, গুডকেশ মটি, রোমারিও শেফার্ড, ভিশাল সিং,ওডিন স্মিথ।