দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বেলজিয়াম ও ইংল্যান্ডের। তাই শেষ ম্যাচটিতে দ্বিতীয় সারির দল নিয়েই নেমেছে দুই দল।
প্রায় রিজার্ভ বেঞ্চ নিয়ে খেলা দুই দল প্রথমার্ধ শেষে আছে গোলশূন্য সমতায়। অন্যদিকে গ্রুপের আরেক খেলায় তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে পানামা।
বেলজিয়াম বসিয়ে রেখেছে এডিন হ্যাজার্ড, রোমেলু লুকাকু এবং কেভিন ডি ব্রুইনিকে। অন্যদিকে ৯ জন নতুন খেলোয়াড় নিয়ে নেমেছে ইংল্যান্ড। আগের ম্যাচের একাদশ থেকে আছেন গোলরক্ষক পিকফোর্ড, জন স্টোনস, রুবেন লফটাস-চেক। নেই অধিনায়ক হ্যারিকেনও।