এক মাস পর কমে জেতে পারে মালয়েশিয়ান রিংগিতের দাম!

আগামী জুলাই মাস থেকে সৌদি আরব তেল উত্তোলন বাড়িয়ে দেওয়ায় মালয়েশিয়া রিংগিত এর দাম কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা । মালয়েশিয়ার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল তেলের উপরে , তাই যদি সৌদি আরব সত্যি তেলের উত্তোলন বাড়িয়ে দেয় , তাহলে মালয়েশিয়া রিংগিত এর দাম কমে , ডলার দাম বেশি হওয়ার সম্ভাবনাই বেশি ।

​ আগামী জুলাই থেকে সৌদি আরব ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। এটি হবে সৌদি আরবের খনিজ তেল উৎপাদনের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।বিশেষজ্ঞরা ভাবছেন আগামী মাস থেকে তাই আন্তর্জাতিক ভাবে কমবে খনিজ তেলের দাম। চলতি বিশ্বকাপ আসরে রাশিয়ায় উপস্থিত হয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে হয়। বৈঠকে সৌদি আরবের তেল উত্তোলন সংক্রান্ত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সৌদি আরবের জাতীয় তেল উত্তোলন কোম্পানি ‘আরামকো’ আগামী জুলাই মাস থেকে অতিরিক্ত ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে।

এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প চান নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম কম দেখাতে। এজন্য সৌদি আরবকে ট্রাম্প বাড়তি তেল উত্তোলনের চাপ দিয়ে আসছিলেন। তাতে শেষমেশ সায় দিল সৌদি আরব। ​আর যার কারণেই মালয়েশিয়ার বিপরীতে বাংলাদেশের টাকার রেট কমতে পারে।