এবার সম্পদ জব্দে যে ইতিহাস গড়ল মালয়েশিয়া!

বিশ্বের মধ্যে অন্যতম শান্তি প্রিয় একটি দেশ মালয়েশিয়া। তবে সম্প্রতি নির্বাচনের পর বেশ উত্তপ্ত আছে দেশটি এবং প্রায়ই আলোচনায় আসছে দেশটি।
মালয়েশিয়ার কেলেঙ্কারি জর্জরিত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালিয়ে বহু মূল্যবান বস্তু জব্দ করা হয়েছে, যার মধ্যে নগদ অর্থ, গহনা ও বিলাসবহুল হাতব্যাগ রয়েছে। এগুলোর মূল্য ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বলে গতকাল দেশটির পুলিশ জানিয়েছে। রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবির অর্থ পাচার-সংশ্লিষ্ট তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়।

এসব তল্লাশি থেকে ১২ হাজার পিস গহনা, ২৬টি দেশের মুদ্রায় ব্যাগভর্তি নগদ প্রায় ৩ কোটি ডলার, ১ কোটি ৯৩ লাখ ডলার মূল্যের ৪০০টির বেশি ঘড়ি ও আরো অনেক বিলাসবহুল ডিজাইনের পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনাকে মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জব্দের ঘটনা বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তা অমর সিং