নিজের বউকে দিয়ে তারেক রহমানের সমঝোতা!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি জোবায়দা রহমান সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন? সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, এবারের সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া নিয়ে বিভক্ত হয়ে পরে সিলেট বিএনপি। আরিফের বিরুদ্ধে একট্টা হয়ে যায় সেখানে ইলিয়াসিপন্থী বলে পরিচিত নেতৃবৃন্দ এবং জামাত। এর মীমাংসা হয়, লন্ডনে। সেখানে বিষয়টি নিয়ে মধ্যস্থতা হয়। তারেক আশ্বস্ত করেন যে, এবার আরিফকে মেয়র নির্বাচনে সমর্থন দিলে, জাতীয় নির্বাচনে তিনি সিলেট আসনে জোবায়দাকে প্রার্থী করবেন।

জোবায়দার পৈতৃক নিবাস সিলেট। তারেকের এই প্রস্তাবে বিবাদমান দুইপক্ষ রাজী হয়। শেষ পর্যন্ত আরিফকে মনোনয়ন দেয়া হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সিলেট বিএনপি কোন্দলে জর্জরিত। কোন্দল মেটাতেই তারেক জিয়ার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সামনে আরা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সিলেট ১ আসনে যে দলের প্রার্থী জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে, তারাই সরকার গঠন করেছে।