ফ্রান্সে মেসি নেই! তাহলে কে জিতবে, ফ্রান্স নাকি আর্জেন্ট্রিনা?

আবারো আর্জেন্টিনার ত্রানকর্তা হিসেবে নিজেকে উপস্থাপন করলেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার হাত ধরে শেষ ষোলো নিশ্চিত করলো আলবেসেলিস্তেরা। এখন হিসেব মতে, শেষ ষোলেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স।

আর সে জন্য মেসিকে নিয়ে একটু বেশি সতর্ক ফ্রান্সের সাবেক খেলোয়াড় রবার্তো পিরেস। তার মতে, ফ্রান্সের বর্তমান দল শক্তিশালী হলেও, এই দলে মেসির মতো কোন খেলোয়াড় নেই। তার যুক্তিতে গোটা বিশ্বে মেসির সমপর্যায়ের ফুটবলার কেবল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

‘ফ্রান্স দলে মেসির মতো কোন খেলোয়াড় নেই। মেসির সমপর্যায়ে এখন কেবল মাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোই রয়েছেন।’

‘গ্রিজম্যান কখনোই মেসির সমান নয়। ফ্রান্স দলে মেসির কাছাকাছি বলতে কেবল ছিলেন জিনেদিন জিদান। যখন মেসি খেলতে নামে, তখন আমি সবকিছু রেখে তার খেলা দেখি ও উপভোগ করি।’

আসলে পিরেস তার বক্তব্যে কি বুঝাতে চেয়েছেন?