আর্জেন্টিনার কোচ আগেই জানতেন ফেবারিট নয় জার্মানি

বুধবার রাতে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দেশ জার্মানি। তুলনামূলক দুর্বল দল দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানরা।

সারা ফুটবল বিশ্ব জার্মানির বিদায়ে হতবাক হয়ে পড়লেও, একজন ছিলেন যিনি আগেই জানতেন এবারের বিশ্বকাপে বেশিদূর যেতে পারবে না জার্মানি। তিনি আর কেউ নন, আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। বর্তমান জার্মান দলের খেলার ধরণ দেখে গত নভেম্বরেই জার্মানির ভবিষ্যতের ব্যাপারে মন্তব্য করেছিলেন সাম্পাওলি।

তাতে দেখা গিয়েছে এবারের বিশ্বকাপে ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে ফেবারিট বললেও, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির নাম নেননি তিনি। জার্মানির কথা না বলা যে তার অজ্ঞাতবশত ভুল ছিল না তাও তিনি পরিষ্কার করে দিয়েছিলেন সেদিন।

গত নভেম্বরে জাতীয় দলের অনুশীলনের ফাঁকে স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সাম্পাওলি বলেছিলেন, ‘আমার মতে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন এবার শিরোপার জন্য সেরা দল। মানতে দ্বিধা নেই তারা আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে। আমি ভুলবশত জার্মানির কথা বলিনি এমন নয়, আমার কাছে বর্তমান জার্মান দলের খেলার ধরণ যুতসই মনে হয়নি।’

সাম্পাওলির দেয়া ভবিষ্যৎবাণী অনুসরণ করেই প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। হেরেছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সুইডেনের বিপক্ষে পাওয়া একমাত্র জয়টিও চ্যাম্পিয়নদের মতো জয় ছিল না। সবমিলিয়ে ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়েই শেষ হয়েছে জার্মানির রাশিয়া বিশ্বকাপ।