বাটলারের রেকর্ডে হারের বৃত্তে বন্দি অস্ট্রেলিয়া

ওয়ানডের পর টি-২০তে হার অস্ট্রেলিয়ার। অন্যদিকে জয়রথ চলছে ইংলিশদের। আইপিএল থেকে আনা ফর্মটা জাতীয় দলেও ধরে রাখেলেন বাটলার। সর্বশেষ আইপিএলে হঠাৎ করে ওপেনার বনে যাওয়া বাটলার এদিন ইংল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করতে নামেন।

বাটলার নেমেই তোলেন ঝড়, গড়েন রেকর্ড। ফিফটি তুলে নেন মাত্র ২২ বলে, যেটি টি-টোয়েন্টিতে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সবচেয়ে দ্রুততম। ২০ ওভারে ইংল্যান্ড তোলে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২২১ রান, ৫ উইকেট হারিয়ে। ৩০ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেয় বাটলার। এছাড়া জেসন রয়ের ২৬ বলে ৪৪, অ্যালেক্স হেলসের ২৪ বলে ৪৯, জো রুটের ২৪ বলে ৩৫ রান ইংল্যান্ডের বড় সংগ্রহে অবদান রাখে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে অস্ট্রেলিয়া। মাত্র ১৬ রান করে লিয়াম প্লাঙ্কিটের শিকার হয়ে সাজঘরে ফিরেন ডি’অর্কে শর্ট। ইংলিশদের বোলিং তোপে আসা যাওয়ার মিছিলে ছিলো অজি টপ অর্ডার। তবে ব্যাতিক্রম ছিলো অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

৪১ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পারেনি সদ্যই অধিনায়কের আর্ম ব্যান্ড পাওয়া ফিঞ্চ।দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ২৮, অ্যাশটন আগারের।

ইংল্যান্ডের আদিল রশিদ ও ক্রিস জর্ডান নিয়েছেন ৩টি করে উইকেট। রশিদ ৪ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার পায় রশিদ।