পদত্যাগ করছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ!

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো আগের আসরের চ্যাম্পিয়নদের। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিদায় নিলো জার্মানি। ১৯৩৮ সালের পর প্রথমবার গ্রুপ পর্বে ছিটকে গেল তারা। ২০০২ বিশ্বকাপে ফ্রান্সের পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে প্রথম দেশ হিসেবে বাদ পড়লো চারবারের শিরোপাধারীদের।

২০০৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি ২০১০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও ইতালির পথ ধরে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। সেই পথেই হাঁটলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ে কোচ লোর দায়িত্ব ছাড়ার প্রশ্নও উঠেছে। সম্প্রতি ২০২২ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছিল জার্মানি। কিন্তু হয়ত চার বছর আগেই সব সম্পর্ক চুকেবুকে যাচ্ছে। তার কণ্ঠেই দিচ্ছে এমন ইঙ্গিত, ‘এখনি এর উত্তর দেওয়া কঠিন, তবে আমি কয়েক ঘণ্টা ভাবব। এই হতাশা আমাকে গভীরে স্পর্শ করেছে। কাল আলাপ করব। দেখা যাক কি হয়।’