সৌদি আরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন। নিহত ব্যক্তি হলেন গাইবান্ধা জেলার রাসেদুল ইসলাম বাবু।
আহতরা হলেন, নিহত রাসেদুল ইসলাম বাবুর পরিবারের সদস্য মুসতারিনা আকতার, মুনতাহিন ইসলাম এবং যারিফ ইফতেজার।আহতদেরকে মদীনার কিং ফাহাদ হাসপাতালের (আইসিইউ) তে রাখা হয়েছে।
জানা গেছে, গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু ঢাকার মিরপুরে বসবাস করতেন। কয়েকদিন আগে স্বপরিবারে উমরাহ পালনের জন্য সৌদি আরব আসেন। মঙ্গলবার উমরাহ পালন শেষে দেশে ফেরার উদ্দেশ্যে মদীনা এয়ারপোর্ট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেদের লাশ মদীনার সামিনা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।