কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি মার্কেটে আগুন লেগে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বুধবার মধ্যরাতের এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক লোক। এ ছাড়া এই অগ্নিকাণ্ডে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড নিউজপেপার এ তথ্য নিশ্চিত করেছে।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত ওই খোলা বাজারটির (ওপেন-এয়ার মার্কেট) নাম গিকম্বা। এটি রাজধানীর বৃহত্তম একটি মার্কেট। এর আগে এই মার্কেটে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
এই অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কিছু লোক আগুনে পুড়ে গেছে আর বাকিরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।