যুবরাজের সংস্কার পরিকল্পনায় সংশয় প্রকাশকারী আরেক অধিকার কর্মীকে গ্রেফতার করেছে সৌদি আরব। এবারে নারী অধিকার কর্মী ও লেখক হাতুন আল-ফাসির আটকের কথা জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার গ্রুপ। সৌদি আরবের পরিস্থিতির ওপর নজর রাখা আলকাস্ট নামের ওই অধিকার গ্রুপটি বুধবার ফাসির গ্রেফতারের খবর নিশ্চিত করেছে।
মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যের অন্যতম নারী অধিকার কর্মী ফাতুন আল-ফাসি। সৌদি নারীদের অধিকার বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছেন ফাসি। গবেষক হিসেবে তিনি ইতিহাস ও রাজনীতিতে নারীর অংশগ্রহণে মনোনিবেশ করে থাকেন।
গত ২৫ জুন থেকে সৌদি নারীদের ওপর থেকে গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম স্টিয়ারিং হাতে রাস্তায় নামা নারীদের মধ্যেও অন্যতম ছিলেন ফাসি।
মানবাধিকার গ্রুপগুলো বেশ কিছুদিন ধরে দেশটির অধিকার কর্মীদের আটক করে আসছে বলে দাবি করলে গত মাসে প্রথমবারের মতো কয়েকজনকে আটকের কথা স্বীকার করে সৌদি আরব। তাদের বিরুদ্ধে ‘বিদেশি শত্রু’দের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়। ১৭ জনকে আটকের কথা জানিয়ে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মধ্যে পাঁচ নারীসহ আটজনকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়।
আলকাস্ট ফাসিকে আটকের খবর দেওয়ার আগে বুধবার আগে আটকের শিকার অধিকার কর্মীদের মুক্তি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের বিশেষজ্ঞরা।
তাদের এক এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি নারীদের স্বাধীনতা উদযাপনের মুহূর্তে এর বিপরীতে নারী মানবাধিকার কর্মীদের দেশজুড়ে ব্যাপকভাকে আটক করে বন্ধি রাখা হচ্ছে। যা সত্যিকারভাবে ভীতিজনক আর নারী মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সৌদি সরকারের দৃষ্টিভঙ্গির আরও পরিস্কার নির্দেশক।’