কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ফুটবল বিশ্বকাপ ।বিশ্বকাপকে ঘিরে চারদিকে উদ্দিপনার শেষ নেই। এ বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটছে । নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কছে হেরে শরু হয় বিশ্বকাপ মিশন জার্মানির।আজ ১ম পর্বেরনিজেদের শেষ ম্যাচে খেলতে নামে দক্ষিন কোরিয়ার বিপক্ষে।

শেষ ষোল নিশ্চিতের লড়াইয়ে ৩-০ গোলে জয়ে পেল সুইডেন। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে অগাস্টিনসন ও ৬২ মিনিটে গ্রাঙ্কভিস্ট দলের পক্ষে গোল করেন। এরপর ৭৪ মিনিটে ৩য় গোল করে দলকে এগিয়ে নেন আল্ব্রেজ।

এর আগে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। ম্যাচের শুরু থেকেই মেক্সিকোর রক্ষণকে চাপে ফেলে দেয় সুইডেন। শেষ দিকে চাপ সামলে ফিরতি আক্রমণে ফিরলেও গোলের দেখা পায়নি মেক্সিকো। শেষ পর্যন্ত মেক্সিকোকে ৩ গোলে হারিয়ে শেষ ষোল

আজকের অপর ম্যাচে কোরিয়ার বিপক্ষে বিপদে পড়েছে জার্মানি। কেউ কাউকে ছাড় দিতে নারাজ ম্যাচের ৯০ মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ২ গোলে এগিয়ে যায় কোরিয়া।শেষপর্যন্ত হেরে বিদায় নেয়ে জার্মানি।এই প্রথম বিশ্বকাপের ১ম পর্ব থেকে বিদায় নিল দলটি।