পরিসংখ্যানে আর্জেন্টিনা বনাম ফ্রান্স

রাশিয়া বিশ্বকাপঃ রাউন্ড অফ সিক্সটিন

রাউন্ড অফ সিক্সটিনে ৩০শে জুন রাত ৮ টায় মুখোমুখি হোচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং একবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ সি তে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছে ফ্রান্স। গ্রুপ পর্বের ৩ ম্যাচের ২ টি তে জয় এবং একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুও চ্যাম্পিয়ন ফ্রান্স।

গ্রুপ ডি থেকে প্রথম ম্যাচে আইসল্যান্ড এর সাতগে ড্র, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ পরাজয় নিয়ে খাদের কিনারে চিলে গিলেছিল আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেসি নৈপুণ্যে নাইজেরিয়া কে ২-১ গোলে পরাজিত করে গ্রুপ রানার্স আপ হয়ে ২য় পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা।

হেড টু হেড আর্জেন্টিনা বনাম ফ্রান্সঃ

এর আগে আর্জেন্টিনা এবং ফ্রান্স মুখোমুখি হয়েছে মোট ১১ বার।

ফ্রান্সের জয়ঃ ২
আর্জেন্টিনারর জয়ঃ ৬
ড্রঃ ৩

বিশ্বকাপের মূল মঞ্চে ২ বারের সাক্ষাতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
প্রথমবার দেখা হয়েছিল ১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপে। সে ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

১৯৭৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সে খেলাতেও ২-১ গোলের জয় আছে আর্জেন্টাইনদের।

আর্জেন্টিনার বড় জয়ঃ
আর্জেন্টিনা ২-০ ফ্রান্স (১৯৮৬ ফ্রেন্ডলি ম্যাচ)

ফ্রান্সের বড় জয়ঃ
ফ্রান্স ৪-৩ আর্জেন্টিনা (১৯৭১ ফ্রেন্ডলি ম্যাচ)

আর্জেন্টিনার বড় ফ্যাক্টরঃ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসির জ্বলে ওঠা এবং টিমওয়ার্ক।

ফ্রান্সের বড় ফ্যাক্টরঃ তরুণ দের উদ্দামতা এবং দলীয় টিমওয়ার্ক।