ব্রাজিলসহ আজ মাঠে নামছে যারা

রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসরে আজ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের আসরে মাঠে নামছে এবারের অন্যতম ভেবারিট ব্রাজিল। সেজন্য ফুটবলপ্রেমীদের মাঝে চলছে বেশ উন্মাদনা। তাই দলের অন্যতম তারকার নেইমারের দিকে আজ নজর সবার।

তবে আজকের ম্যাচে ব্রাজিলের সামনে খুব জটিল সমীকরণ না থাকলেও বলা যায় এটা বাঁচা-মরার লড়াই। যদি আজ হেরে যায় তাহলে বিশ্বকাপের মাঠ থেকে বিদায় নিতে হবে তাদের। অন্যদিকে যদি ড্র করে তাহলে শেষ ষোলতে জায়গা করে নিতে পারবে তারা।

সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় কাজান দ. কোরিয়ার মুখোমুখি হবে জার্মানি। গ্রুপ ‘এফ’ থেকে মাঠে নামবে দল দু’টি। একই সময়ে একই গ্রুপ থেকে ইয়েকাতেরিনবার্গে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সুইডেন।

এছাড়াও বাংলাদেশ সময় রাত ১২টায় আরো দু’টি ম্যাচ রয়েছে। মস্কোয় সার্বিয়ার বিপক্ষে লড়াই করবে ব্রাজিল। গ্রুপ ‘ই’ থেকে মাঠে নামবে তারা এবং একই সময়ে একই গ্রুপ থেকে নোভগোরদে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াই করবে কোস্টারিকা।

খেলাগুলো সরাসরি দেখানো হবে বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভিতে। বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও ভারতের সনি টেন ১ ও ২ এবং রাশিয়ার আইটিভি’তে দেখানো হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় রাশিয়া বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল এবং ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গত বিশ্বকাপ আসরে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। আর রানার্স আপ হয়েছিল অন্যতম দল আর্জেন্টিনা।