মেসির দুশ্চিন্তা ফ্রান্সকে নিয়ে, এ নিয়ে যা বললেন

অবস্থা ছিলো শঙ্কার। যাক হওয়া তো গেলো পার। তবে এবার মেসির দুশ্চিন্তা ফ্রান্সকে নিয়ে। অনেক কষ্টের পর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গতরাতে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করে মেসিরা। তবে এই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা। কেননা গ্রুপ রানার্সআপ হওয়াতে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স।

এদিকে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স প্রতিপক্ষ হওয়াতে আর্জেন্টিনার দুশ্চিন্তার কথা স্বীকার করে নেন মেসি। গ্রুপ সি চ্যাম্পিয়ন ফ্রান্স সম্পর্কে তাই বেশ সতর্ক মেসি।
ম্যাচ শেষে মেসি বলেন, অব্যশই আমরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখি। ফ্রান্স খুবই ভালো এবং শক্তিশালী দল। তাদের দলে অনেক সেরা তারকা আছে। তাদের আছে শক্তিশালী ডিফেন্স, শক্তিশালী মিডফিল্ড এবং ভয়ঙ্কর আক্রমন ভাগ। তাদের দলে অনেক গ্রুত গতি সম্পন্ন খেলোয়ার আছে যারা পার্থক্য তৈরি করে দিতে পারে। সেখানে আমার বার্সালোনা সতীর্থও আছে যাদের আমি খুব ভালো করেই জানি।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে মেসি বলেন, এটা ছিল ভারসাম্যপূর্ন একটি ম্যাচ। প্রথমার্ধে আমরা বল নিয়ন্ত্রন করেছি। তারা সুযোগ তৈরি করতে চেষ্টা করেছে আমাদের প্রথম গোলের পর।

মেসি বলেন, আমরা ভেবেছিলাম দ্বিতীয়ার্ধটাও একই রকম হবে। কিন্তু পেনাল্টিতে গোল করে তারা আমাদের কাজটি কঠিন করে দিয়েছিল।