শোয়েব মালিকের অবসরের ঘোষণা

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১৯ বিশ্বকাপই শেষে একদিনের ক্রিকেট থেকে অবসরে যাবেন এই তারকা খেলোয়াড়।

সোমবার সাংবাদিক সম্মেলনে শোয়েব মালিক বলেন, ‘যদি আপনি নিজের লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে সেই অভিষ্ট লক্ষ্যের অভিমুখেই আপনার জীবন এগিয়ে যাবে। আমিও জীবনের লক্ষ্য স্থির করেছি। আমরা অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৯) জিতেছি, চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি (২০১৭)। কেবল বিশ্বকাপটাই এখনো আমার কাছে অধরা। যার জন্য আমাকে অবিরাম পরিশ্রম করতে হচ্ছে। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। আমি বিশ্বাস করি এই তরুণ দল অসাধ্য সাধন করার ক্ষমতা রাখে। আমরা নিজের শ্রেষ্ঠটাই দেব।’

তবে একদিনের আন্তর্জাতিক থেকে সরে দাঁড়ালেও এখনই টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না শোয়েব মালিক। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই পাক তারকা। তার ঠিক দুই বছরের মাথায় ক্রিকেটের কুলীন ফরম্যাটেও (টেস্ট) অভিষেক হয় তার। আর শোয়েব জীবনের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০০৬ সালে।