চকলেট দিয়ে মেসির ভাস্কর্য

গোটা বিশ্বজুড়েই লিওনেল মেসির ভক্তের কোনো কমতি নেই। হোক সেটা স্পেন, নিজের দেশ আর্জেন্টিনা, এশিয়া মহাদেশ, কিংবা খোদ বিশ্বকাপের দেশ রাশিয়া। এবার সেই রাশিয়া থেকেই ভক্তদের ভালোবাসার অভিনব এক নিদর্শন দেখলেন এই আর্জেন্টাইন তারকা।

৩১তম জন্মদিনে চকলেট দিয়ে মেসির ভাস্কর্য বানালো রাশিয়ান কর্মীরা। গতকাল ৩১ বছরে পা রেখেছেন মেসি। সারাদিন অজস্র শুভেচ্ছা পেয়েছেন তিনি। এর মধ্যে তাকে চমকে দেওয়ার কাজ করলো রাশিয়ায় কনফেকশনারীর কর্মীরা।

ভাস্কর্যটি দেখতে হুবহু মেসির মতোই। ওজন ৬০ কেজি। মস্কো থেকে ৫০ কি.মি. দূরের শহর ব্রনিিসর আলতুফিয়েভো কনফেকশনারীর পাঁচ কর্মী চকলেট দিয়ে মেসির ভাস্কর্যটি তৈরি করেন। এই শহরেই নিজেদের বেস ক্যাম্প করেছে আর্জেন্টিনা।

প্রতিষ্ঠানটির প্রধান বাবুর্চি দারিয়া মালকিনা বলেন, ‘বিশ্বকাপের সময় মেসির জন্মদিন। আমাদের উদ্দেশ্যই ছিল তাকে চমকে দেওয়া। এই শহরেই মেসি থাকবেন বলে আগ থেকেই আমাদের এই পরিকল্পনা ছিল। মেসির জন্মদিনে আমাদের উপহার ‘চকলেট মেসি’।’

শুধু চকলেট ভাস্কর্যই নয়, সতীর্থ-প্রতিপক্ষ খেলোয়াড় ও ভক্তদের অসংখ্য শুভেচ্ছাও পেয়েছেন মেসি। আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো টুইটারে মেসির সাথে ছবি দিয়ে লিখেছেন, ‘তোমার জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা।’

বার্সেলোনায় মেসির বন্ধু ও সতীর্থ উরুগুয়ের লুইস সুয়ারেজ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ হোক ৩১তম জন্মদিন। আনন্দ করো। বন্ধু, সব সময় তোমাকে সমর্থন করি।’

মেসিকে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি বার্সেলোনায় তার সাবেক সতীর্থ ব্রাজিলের নেইমার। তিনি লিখেছেন, ‘তোমার জন্য এই দিনটি বারবার ফিরে আসুক। অনেক শুভেচ্ছা রইল।’

তার স্ত্রী আন্তোনেইয়া রোকুজ্জোর শুভেচ্ছাটি ইতোমধ্যে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। বিশ্বকাপের জন্য মেসি রাশিয়ায় থাকায় বুয়েন্স আয়ার্স থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে আর্জেন্টিনার অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানান রোকুজ্জো।

অফুরন্ত ভালোবাসায় ভরপুর রোকুজ্জোর বার্তাটি ছিল এমন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমরা অনেক ভালোবাসি তোমাকে। ধন্যবাদ তোমাকে, আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী করার জন্য এবং এতো সুখী একটা পরিবার দেওয়ার জন্য। আশা করি আজ তুমি খুবই খুশি, আমার ভালোবাসা সবসময় তোমার জন্যই থাকবে।’