বাঁচা-মরার ম্যাচের আগে ব্রাজিল শিবিরে জোড়া দুঃসংবাদ

মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ। ইনজুরিতে দলের গুরুত্বপূর্ণ দুই তারকা। সার্বিয়ার বিপক্ষে কোন রকমে হোচট খেলেই বিশ্বকাপ মিশন শেষ হবে যাবে নেইমার, কুতিনহোদের। সর্বশেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলার মাঝেই চোট পান উইলিয়ানের বদলি হিসেবে মাঠে নামা ডগলাস কস্তা। চোটটা যে বেশ গুরুতর, ম্যাচের পর ব্রাজিলের চিকিৎসক তা নিশ্চিত করেছেন। হয়তো ২-৩ সপ্তাহের জন্যই মাঠের বাইরে চলে যাচ্ছেন এই উইঙ্গার। আর যদি তাই হয়, তবে এ বিশ্বকাপে আর মাঠে নামা হবে না জুভেন্টাস উইঙ্গারের।

কস্তার ইনজুরি নিয়ে ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লেসমার জানিয়েছেন, মাঠে নামার পরেই চোট পান কস্তা। তবে কাউকে কিছু না জানিয়েই পুরো ম্যাচ খেলে গেছেন তিনি। অবশ্য ম্যাচের শেষ ৬ মিনিটে ব্রাজিল যেই দুই গোলে জয় পেয়েছে ওই দু’গোলে সবচেয়ে বড় অবদান ছিল এই কস্তারই।

শুধু কস্তাই নয় সার্বিয়ার বিপক্ষে দেখা যাবে না রাইট ব্যাক দানিলোকে। সু্জারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরে অনুশীলনে চোট পান দানিলো। সার্বিয়ার বিপক্ষে যে এই রাইট ব্যাক মাঠে নামতে পারবে না এটা নিশ্চিত।

কোস্টারিকার বিপক্ষে দানিলোর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ফ্যাগনার নামের প্রতি সুবিচার করতে পারেনি। দানিলো-কস্তার ইনজুরি ভালই ভোগাতে পারে ব্রাজিলিয়ানদের।