আর্জেন্টিনা পেরেছে এবার ব্রাজিলের পালা

প্রায় ছিটকে যেতে যেতে বিশ্বকাপের পরের পর্ব নিশ্চিত করেছে চীরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। কিছুটা ভাগ্যের সহযোগিতা আর অদম্য চেষ্টার ফসল আর্জেন্টির নাইজেরিয়া জয়। সব সমীকরণ মিলিয়ে মেসিরা জায়গা করে নেয় দ্বিতীয় রাউন্ডে। কিন্তু লাতিন অঞ্চল থেকে যে দলটি সবার আগে বিশ্বকাপের টিকিট পেয়েছে সেই ব্রাজিল এখনো উঠতে করতে পারেনি সুপার সিক্সটিনে।

বাংলাদেশ সময় রাত ১২টায় সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের রাউন্ড নিশ্চিত করেতে হলে এই ম্যাচে অন্তত হার এড়াতে হবে নেইমারদের। তবে হারলে নিশ্চিত বাড়ির পথ ধরতে হবে। ম্যাচটি জিততে পারলে পরের রাউন্ডে যেতে পারবে সার্বিয়া। অর্থাৎ, দুই দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।

গ্রুপের অন্য খেলায় একই সময়ে মাঠে নামবে কোষ্টারিকা-সুইজারল্যান্ড। কোষ্টারিকার ম্যাচটি জিতলে কোন লাভ না হলেও হারলে বিদায় নিতে হতে পার সুইজারল্যান্ডকে। তবে জিতলে সুযোগ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেক্ষেত্রে বাজিল-সার্বিয়া ম্যাচে যদি সার্বিয়া জিতে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সুইজারল্যান্ড। যদি তারা জিততে পারে। ব্রাজিল জিতলে বিবেচনা হবে ব্রাজিল-সুইসদের গোল ব্যবধান। সেখানে যারা এগিয়ে থাকবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। নেইমার-কুতিনহোরা নিশ্চই চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করতে।

আজকের ম্যাচটিতে ব্রাজিলের অধিনায়কত্ব করবেন মিরান্ডা। ইনজুরির কারনে একাদশের বাইরে থাকতে পারে ডগলাস কস্তা।