এখন পর্যন্ত ব্রাজিল-সার্বিয়া কে কতবার মুখোমুখি হয়েছে? কে কতবার জিতেছে?

এখন পর্যন্ত ব্রাজিল-সার্বিয়া কে কতবার মুখোমুখি হয়েছে? কে কতবার জিতেছে? গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের রাউন্ডে যেতে নুন্যতম ড্রই যথেষ্ট ব্রাজিলের জন্য। আর দ্বিতীয় রাউন্ডকে টার্গেট করেই আজ মাঠে নামবে টিটের দলটি।
একই লক্ষ্য সার্বিয়ার। শারীরিক শক্তি প্রদর্শন করে খেলায় অভ্যস্ত সার্বিয়া আজ জিতলেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড। এই ম্যাচের কিছু গুরুত্বপূর্ন তথ্য জেনেনিন।

১. ব্রাজিল ও সার্বিয়া এর আগে ১ বারই মুখোমুখি হয়েছিল। সেটাতে ব্রাজিল ১-০ গোলে জিতেছিল।
২. সার্বিয়া আগে ছিল ইগুস্লোভিয়া নামে। সব মিলিয়ে ব্রাজিল ও ইগুস্লোভিয়া ১৯ বার মুখোমুখি হয়েছিল যার মধ্যে মাত্র ২ বার জিতেছিল ইগুস্লোভিয়া।
৩. বিশ্বকাপে যে ম্যাচে একটিও গোল খেয়েছে, সেই ম্যাচটিই হেরেছে সার্বিয়া।
৪. সার্বিয়ার আলেক্সান্ডার মিটরোভিক সর্বশেষ ২৬ ম্যাচে করেছে ১৮ গোল।
৫. আজ জিতলে ইতিহাসে প্রথমবারের মত সার্বিয়া যাবে দ্বিতীয় রাউন্ডে।
৬. সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৩ ম্যাচে ব্রাজিল অপরাজিত।
৭. ইউরোপের দলের বিপক্ষে বিশ্বকাপে শেষ সাত ম্যাচের মাত্র একটিতে জয় ব্রাজিলের।
৮. নেইমার শেষ ১৭ ম্যাচে সরাসরি ১৮ গোলের সাথে সম্পৃক্ত।
৯. বিশ্বকাপে ব্রাজিলের গোল মুখে মাত্র ২টি শট নিতে পেরেছে প্রতিপক্ষ।