৯০ মিনিট শেষে ১-২ গোলে এগিয়ে মেসিদের আর্জেন্ট্রিনা, দেখুন বিস্তারিত

শেষ ষোলোতে যেতে জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকেও। এই জটিল সমীকরণ মাথায় রেখে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে চাপে নয়, আর্জেন্টিনার শুরুটা হয়েছে উজ্জীবিত। লিওনেল মেসির ১৪ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।

কিন্তু খেলার ৪৮ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় নাইজেরিয়া, আর এই সুযোগটি একটু হাতছাড়া করেননি তারা। দক্ষ নিশানায় সোজা বল পাঠিয়ে দেয় আর্জেন্টিনার গোল পোষ্টে।

এদিকে খেলার ৮৬ মিনিটের মাথায় এসে মার্কোস রোহোর গোলে ১-২ গোলে এগিয়ে যায় আর্জেন্ট্রিনা। ৯০ মিনিটের মাথায় এসে ১-২ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা একাদশ : ফ্রাঙ্কো আরমানি, গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো, এভার বানেগা, হাভিয়ে মাচেরানো, এনজো পেরেজ, গঞ্জালো হিগুয়েইন, লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া।

নাইজেরিয়া একাদশ : ফ্রান্সিস উঝো, উইলিয়াম ট্রোস্ট একন, কেনেথ ওমেরো, ব্রায়ান ইদু, ওঘনেকার ইতেব, উইলফ্রেড দিদি, জন অবি মিকেল, লিওন বালোগান, ভিক্টর মোসেস, কেলেচি হেনাচো, আহমেদ মুসা।