মেসির জাদুতে এগিয়ে জয়ের জন্য গেল আর্জেন্টিনা

অবশেষে গোলের খাতা খুললেন লিওনেল মেসি। মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মার ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করে দলকে ১-০ তে গিয়ে দিলেন বিশ্বসেরা এই ফুটবলার। দুর্দান্ত এক আক্রমণে ম্যাচে ১৫ মিনিটে বহু আকাঙ্খিত গোলটি পায় আর্জেন্টিনা। মেসির এই গোলটি রাশিয়ার বিশ্বকাপের ১০০তম গোল।

২০০২ সালের পর প্রথম পর্ব থেকে বিদায়ের শঙ্কা নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে হতাশা নয় দারুণ উদ্দীপ্ত এক আর্জেন্টিনাকে দেখা গেল এদিন সেন্ট পিটার্সবার্গে। ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক খেলছে লাতিন দলটি। গেল দুই ম্যাচের দুঃস্বপ্ন ভুলে সেই আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মেসি। আর তার ফলও পেলেন ম্যাচের ১৫ নিটের মাথায়।

আর্জেন্টিনা একাদশ : ফ্রাঙ্কো আরমানি, গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো, এভার বানেগা, হাভিয়ে মাচেরানো, এনজো পেরেজ, গঞ্জালো হিগুয়েইন, লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া।

নাইজেরিয়া একাদশ : ফ্রান্সিস উঝো, উইলিয়াম ট্রোস্ট একন, কেনেথ ওমেরো, ব্রায়ান ইদু, ওঘনেকার ইতেব, উইলফ্রেড দিদি, জন অবি মিকেল, লিওন বালোগান, ভিক্টর মোসেস, কেলেচি হেনাচো, আহমেদ মুসা।