বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের রেজিস্ট্রেশন ফি ৭০ শতাংশ হ্রাস করা হয়েছে। এছাড়া অভিবাসীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্ভিস ফি ৪০ থেকে ৫০ ভাগ কমিয়েছে দুবাই কর্তৃপক্ষ। আরব বিজনেস
বিদেশি বিনিয়োগ ছাড়াও দুবাইয়ের অর্থনীতিতে প্রবৃদ্ধি বৃদ্ধিতে এধরনের উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দুবাইতে ব্যবসা বান্ধব পরিবেশ ও অপেক্ষাকৃত কম খরচে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্যে বিভিন্ন সুবিধাজনক প্যাকেজ দেওয়া হচ্ছে। দুবাই টুরিজ্যম এন্ড কমার্স মার্কেটিং’এর মহাপরিচালক হেলাল সাইদ আলমারি বলেন, আমিরাতের অর্থনৈতিক উদ্যোগ এর শক্তিশালী দিক উম্মোচন করছে এবং তা বিদেশি বিনিয়োগকারীদের জন্যে পুর্বের চেয়ে অধিকতর সুযোগ এনে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সহায়তার দিক থেকে ১৭তম স্থানে রয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধা, শ্রম বাজার, দক্ষতা সহ নানা বিনিয়োগ সূচকে মধ্যপ্রাচ্যে আমিরাত রয়েছে এগিয়ে।