গত ২৪ ও ২৫ জুন মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের পৃথক অভিযানে ৬১জন বাংলাদেশি সহ ২১৭জন কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ । দেশব্যাপী চলমান অভিযান মেগা টু বিভিন্ন দেশের শ্রমিকদের গ্রেফতার করা হয়।সেলংগার ও কিলাং ইমিগ্রেশন পুলিশ ১১ টি জায়গায় অভিযান পরিচালনা করে ।
অভিযানের উল্লেখযোগ্য জায়গা গুলো হলো , মুদি দোকান জালান তেরুমতুম , রেস্টুরেন্ট, মিনি মার্কেট, মোবাইলের দোকানসহ অন্যান্য জায়গায়। সেলাংগার ও কিলাংএর ঐ অভিযানে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয় । যার মধ্যে ১৩ জন বাংলাদেশি সহ নেপাল, ইন্দোনেশিয়া , মায়ানমার ও পাকিস্তানের নাগরিক । পেরাক জেলার সেপোর ,ফুড প্রোসেসিং কোম্পানি থেকে ২০জন বাংলাদেশি, ইন্ডিয়া ৪২ ও নেপালের ২৮ জন। পেনাং ইমিগ্রেশন পুলিশের অভিযানে ২২ জন বাংলাদেশি সহ ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।
পেনাং এ সর্বমোট তিন জায়গাতে অভিযান পরিচালনা করে । পোলাও পেনাংয়ের ,মুকিম ২ ,জেলোটু্ং এলাকায় । পেনাং থেকে গ্রেপ্তারকৃতদের মধ্য সবথেকে মায়ানমার নাগরিক বেশি ২৯ জন , ইন্দোনেশিয়ার ৭জন বাংলাদেশের ৬ জন ও পাকিস্তানের দুইজন । সর্বমোট দুই দিনে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১৭ জনকে গ্রেফতার করে ।