আমাদের দেশ থেকে যারা বিদেশে থাকেন বা সৌদি আরব থাকেন তাদের আমরা বিভিন্ন সময় এমনকি দেশে আসার সময় জিনিসপত্র আনা নেয়ার জন্য তারা লাগেজ ব্যবহার করতে দেখি।এছাড়াও অনেককেই নিজের কিছু গুরুত্বপূর্ণ মালামাল কার্টুনে বা মোটা কাগজের বক্সে এনে থাকেন।সাধারনত স্কেনিং মেশিনের চেকের পর এসব কার্টন ছেড়ে দেয়া হয়।এখন এই সুযোগটিই নিয়েছে প্রতারকচক্র।গোপন তথ্যমতে প্রতারকরা নিষিদ্ধ কিছু জিনিসপত্র এমনভাবে রুপান্তর করে এসব কার্টনে বহন করেন, যে সেসব জিনিস স্কেনিং মেশিনও ধরতে পারে না।তাই এবার, সৌদি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ একটি নোটিশ থেকে জানা গেছে সৌদি বিমানবন্দরে এখন থেকে এসব কার্টুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
কারন হিসেবে তারা বলেছে- লাগেজ, ব্রিফকেস বা এ জাতীয় প্রডাক্টের মালামাল সহজে চেক আপের ব্যবস্থা থাকলেও কার্টনে তা সম্ভব হয় না।কারন এই শক্ত কাগজের কার্টনে মালামাল রাখার পর শক্ত প্রাস্টিকের স্কচটেপ দিয়ে কয়েকবার মোড়ানো হয়।
এরপর এটিকে মোটা রশি দিয়ে কয়েকবার পেছিয়ে ফেলা হয়। যার ফলে ঠিকভাবে তল্লাশি করা যায় না।সম্প্রতি সৌদি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের তথ্যমতে এইসব কার্টনে নিষিদ্ধ জিনিসপত্র পাচারের তথ্য উঠে এসেছে।
সাধারনত স্কেনিং মেশিনের চেকের পর এসব কার্টন ছেড়ে দেয়া হয়। এই সুযোগটিই নিয়েছে প্রতারকচক্র।গোপন তথ্যমতে প্রতারকরা নিষিদ্ধ কিছু জিনিসপত্র এমনভাবে রুপান্তর করে এসব কার্টনে বহন করেন,
যে সেসব জিনিস স্কেনিং মেশিনও ধরতে পারে না। যার ফলে মেনুয়াল চেকিং প্রয়োজনীয় হয়ে পড়েছে।