এবার যে হুমকি দিলেন বিএনপি সমর্থিত প্রার্থী হাসান সরকার!

চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। বেশ শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের প্রতিশ্রুতি পেলেও সকাল থেকে বেশ কয়েকটি বিছিন্ন ঘটনা মিডিয়ার সামনে এসেছে যা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ।

তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন বিএনপির নেতাকর্মীদের আটক না করতে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছেন। কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করে আমাদের নেতাকর্মীদের আটকসহ হয়রানি করা হয়েছে, এর প্রমাণ আমার কাছে আছে। এ নিয়ে আমি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে যাবো। কেন তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে গ্রেফতার করেছে, এর একটা জবাব দিতে হবে।

মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় টঙ্গীর নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন হাসান উদ্দিন সরকার।

ভোটের ফলের ব্যাপারে তার অবস্থান জানতে চাইলে হাসান উদ্দিন সরকার বলেন, ‘এ বিষয়ে এখন আমি কিছু বলতে চাই না। কারণ আমি ২০ দলীয় জোটের প্রার্থী। তাই দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। তবে এই ফল জনগণ প্রত্যাখ্যান করেছে। আমি জনগণের সঙ্গে আছি।’

উল্লেখ্য, আজ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ নির্বাচন শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। মোট ৫৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।