অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিচ্ছে পেরু

পেরু আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এখন তারা অস্ট্রেলিয়াকেও রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় করে দিচ্ছে। তার মানে পেরু গেল তো গেল, অস্ট্রেলিয়াকে নিয়েই গেল।

শেষ ষোলোতে খেলার জন্য অস্ট্রেলিয়ার যে সম্ভাবনাটুকু ছিল তাও নষ্ট করে দিয়েছে পেরু। প্রথমার্ধে আন্দ্রে ক্যারিলোর গোলে এগিয়ে যাওয়া পেরু দ্বিতীয়ার্ধে পাওলো গুয়েরেরো গোলে ব্যবধান দ্বিগুণ করে।

আগের দুই ম্যাচে টানা হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পেরু। গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে খেলতে নেমে আন্দ্রে ক্যারিলো গোল করে শুরুতেই অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলে দিয়েছেন। কারণ এই ম্যাচটি অস্ট্রেলিয়ানদের জন্য বাঁচা মরার।

খেলার প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেননি অস্ট্রেলিয়ানরা।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পেতে হলে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। শুধু জয়ই নয়, তাকিয়ে থাকতে হবে ফ্রান্স এবং ডেনমার্কের দিকে। সেই ম্যাচে ডেনমার্ক যদি খুব বাজে ভাবে হেরে যায় এবং গোল ব্যবধানে অস্ট্রেলিয়াকে এগিয়ে থাকতে হবে তাহলেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে অস্ট্রেলিয়ানরা।

এর আগে নিজেদের প্রথম দুই খেলায় ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করে।

অন্যদিকে ডেনমার্ক এবং ফ্রান্সের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে প্রথম দক্ষিণ আমেরিকান দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পেরু। অন্তত একটি সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করতে চায় তারা।

এক দিকে প্রথম দুই ম্যাচে হারের লজ্জা। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে অনুশীলনে মস্তিষ্কে চোপ পেয়ে দলের বাইরে চলে গেছেন জেফারসন ফারফান।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথ্যু রায়ার্ন (গোলরক্ষক), মার্ক মিলিগান, ট্রেন্ট সেইন্সবারি, আজিজ বেহিচ, জশুয়া রিসডন, অ্যারোন ময়, মাইল জেডিনাক (অধিনায়ক), রবি ক্রুজ, ম্যাথ্যু লেকি, টমি জুরিক, টম রোগিক।

পেরু একাদশ : পেদ্রো গ্যালেস (গোলরক্ষক), অ্যান্ডারসন সান্তামারিয়া, ক্রিশ্চিয়ান রামোস, মিগুয়েল ত্রাউকো, লুইস অ্যাডভিনচুলা, ক্রিশ্চিয়ান চুয়েভা, ইয়োশিমার ইয়োতুন, রেনাতো তাপিয়া, পাওলো গুয়েরেরো, এডিসন ফ্লোরেজ, আন্দ্রে ক্যারিলো।