যে কেরণে আইসল্যান্ড চায় আর্জেন্টিনার জয়, মেসিরা চায় উল্টোটা!

প্রথম বারের মতো বিশ্বকাপ খেলতে এসে বাজিমাতের অপেক্ষায় বরফের দেশ আইসল্যান্ড। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচেই দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রুখে দেয় আইসল্যান্ড। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলে খুলে যাবে আইরিশদের স্বপ্নের দাঁড়। উঠে যাবে বিশ্বকাপের সুপার সিক্সে।

বাংলাদেশ সময় ১২টায় রস্তোভ অ্যারেনায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড। একই সময়ে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আজ চাইবে আইসল্যান্ডের পরাজয়। অন্যদিকে আইসরা চাইবে আর্জেন্টিনার জয়! কি অবাক হচ্ছেন একটু অবাক হওয়ারই কথা। আসুন এবার মিলিয়ে নেই হিসেব।

আইসল্যান্ড জিতলে তাদের পয়েন্ট হবে চার। অন্যদিকে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে তাদের পয়েন্ট হবে আইসল্যান্ডের সমান। তখন গোল ব্যবধানে যে দল এগিয়ে থাকবে তারা যাবে পরের রাউন্ডে। কিন্তু যদি আর্জেন্টিনা হারে সেক্ষেত্রে আইসল্যান্ডের আর কোন সুযোগ থাকবে না। কারণ তখন নাইজেরিয়ার পয়েন্ট হবে ৬।

অন্যদিকে আর্জেন্টিনাসহ তাদের লাখো কোটি সমর্থক আজ মনে প্রাণে চাইবে আইসল্যান্ডের পরাজয়। কারণ তারা জিতলেই যদি কিন্তুর হিসেবে পরতে হবে আলবিসেলেস্তাদের। এমনকি আর্জেন্টিনার বাদ পরার সম্ভাবনা বেশি। কারণ ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার। মেসিদের সাম্প্রতিক ফর্মও জানান দিচ্ছে না তারা নাইজেরিয়াকে খুব বড় ব্যবধানে হারাতে পারবে।

তাই আজ আর্জেন্টিনার জন্য আইসল্যান্ডের শুভকামনা থাকলেও বরফের দেশটির হার কামনা করবে মেসিরা।

এদিকে মাঠে নামার আগে আইসদের জন্য সুখবর হচ্ছে আজ ক্রোয়েশিয়া একাদশের নিয়মিত ছয় সদস্যকে বিশ্রাম দেওয়া হবে। খেলবে না রাকিটিচ, লুকা মদ্রিচ ও মানজুকিচের মতো বড় তারকারা। দ্বিতীয় সারির ক্রোয়েশিয়া দলকে হারানো আইসল্যান্ডের জন্য খুব বেশি কঠিন হবে না। তার উপর প্রেরণা যোগাচ্ছে দুই দলের সর্বশেষ দেখায় আইসল্যান্ডের জয়। তাই আইসল্যান্ডের সুযোগ থাকবে এই ম্যাচ থেকে ইতিবাচক ফল নিয়ে আসার।