“ম্যাচ হেরেও রেকর্ড গড়লেন মিশরের গোলকিপার”

নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয় মিশর এবং সৌদি আরব। সেই ম্যাচে শেষ মূহুর্তের গোলে সৌদির কাছে ২-১ এ হারে মিশর। কিন্তু সেই ম্যাচ হেরেও রেকর্ড গড়লেন মিশরের গোলরক্ষক। তবে ম্যাচের রেকর্ড নয়।

তিনি রেকর্ড গড়েছেন পরিসংখ্যানের। এই বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ছিলেন মিশরের গোলকিপার হাদারি। চোটের কারণ প্রথম ম্যাচ খেলতে পারেননি। পরের ম্যাচে নেমে পেয়েছিলেন গোল, তবে তার দল হেরেছিল। নিয়মরক্ষার শেষ ম্যাচে নেমেও তিনি গোল পেলেন, জিততে পারল না দল। খেলার ফল যাইহোক। তা নিয়ে আর কে মাথা ঘামায়। মিশরের গোলরক্ষক ইসাম এল হাদারির মাঠে নামার দিন বয়স চিল ৪৫ বছর ১৬১ দিন। এর আগে রেকর্ডটি ছল ফারিদ মন্দ্রাগনের দখলে।

৪৩ বছর ৩ দিনে মাঠে নেমেছিলেন তিন। এই বয়সে মাঠে নেমেও দেখিয়েছেন ঝাঁজ। ঠেকিয়ে দিয়েছেন একটি পেনাল্টি। হাদারির আবেগে ভাসা মুহূর্তই তাই ‘এ’ গ্রুপের এ ম্যাচের সবচেয়ে বড় দৃশ্য। তবে শুধু ম্যাচ জয়েই নয়, এই ম্যাচে পুরো বল দখলেই ছিলো সৌদির। ৬৪ শতাংশ বল দখলে ছিলো দলটির।