নতুন র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশের অবস্থান, দেখে নিন নতুন র‍্যাঙ্কিং

গতকাল (২৪ জুন) বাটলারের অবিশ্বাস্য ব্যাটিং নৈপূন্যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। যার ফলে ৫ ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে অস্ট্রেলিয়া। ৫-০ তে হারার ফলে একদিনের ক্রিকেট র‍্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে অজিরা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র‍্যাংকিং তালিকা হালনাগাদ করেছে। এতে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬ নম্বরে। অন্যদিকে ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড।

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ছিল ১০৪। র‍্যাংকিংয়ে অবস্থান ছিল ৫ নম্বরে। র‍্যাংকিংয়ের এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে সামনে এগুনোর সুযোগ ছিল টিম পেইনদের।

কিন্তু উল্টো ৫-০ তে সিরিজ হেরে পূর্বের অবস্থান থেকে নিচে নেমে গেছে অস্ট্রেলিয়া। প্রায় ৩ দশক পর একদিনের ক্রিকেট র‍্যাংকিংয়ে ছয় নম্বরে আসলো অজিরা।

এদিকে অস্ট্রেলিয়ার পতনে এগিয়েছে পাকিস্তান। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে সরফরাজরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার পিছনে আছে বাংলাদেশ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে মাশরাফিবাহিনী।

চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন জয়ে র‍্যাংকিংয়ের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। যদিও সিরিজ শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে হেরে ২ রেটিং পয়েন্ট হারিয়েছিল ইংলিশরা।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ তে জিতে ৩ রেটিং পয়েন্ট পেয়েছে মরগানবাহিনী। ইংল্যান্ডের পরেই আছে ভারত। কোহলিদের রেটিং পয়েন্ট ১২২। তিনে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১১৩। এরপর নিউজিল্যান্ড, রেটিং পয়েন্ট ১১২।

এদিকে বাংলাদেশের পরে ৮ নম্বরে আছে শ্রীলঙ্কা। হাথুরুসিংহের দলের রেটিং পয়েন্ট ৭৭। এরপর উইন্ডিজ, রেটিং পয়েন্ট ৬৯। দশ নম্বরে আছে আফগানিস্তান, তাদের রেটিং পয়েন্ট ৬৩।

উল্লেখ্য, ইংল্যান্ডের পরবর্তী সিরিজ দুইয়ে থাকা ভারতের বিপক্ষে। সেই সিরিজে ইংল্যান্ড ২-১ এ হারলেও শীর্ষ স্থান ধরে রাখবে। তবে ভারত যদি ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে শীর্ষে উঠে যাবে কোহলিরা।