শেষ ম্যাচে সবার দৃষ্টি থাকবে মেসির উপর

রাশিয়া বিশ্বকাপের মিশনটা ভালো হয়নি আর্জেন্টিনার। গ্রুপ পর্ব থেকেই শোচনীয় অবস্থা ম্যারাডোনার উত্তরসূরিদের। প্রথম ম্যাচ ড্রয়ের পর লজ্জাজনকভাবে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা।

এছাড়া বার্সেলোনার সুপারস্টার ফুটবলার মেসি এবারের বিশ্বকাপে দেশের হয়ে রাশিয়াতে নামার পর থেকে এখনো অবধি নিজের নামের সুবিচার করতে পারেননি।

বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগের এই ম্যাচে পুরো বিশ্বের সাথে জাতীয় দলের সতীর্থরাও মেসির জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে নাইজেরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের কোন বিকল্প নেই আর্জেন্টিনার সামনে।

টুর্নামেন্টের আগে অবশ্য মেসিকে নিয়ে আলোচনায় সড়ব ছিল ফুটবল বিশ্ব। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ মেসির জন্য সৌভাগ্যের বার্তা বয়ে আনবে কিনা।

টিকে থাকার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। একইসাথে ইতোমধ্যেই নক আউট পর্ব নিশ্চিত করা ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড যেন কোনো সাফল্য না পায় সেদিকেও তাকিয়ে থাকতে হবে আলবে সেলেস্তাদের। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিধ্বস্ত হবার ম্যাচটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না আর্জেন্টাইন সমর্থকরা।

টুর্নামেন্টের হট ফেবারিট আর্জেন্টিনা যেখানে বাঁচা-মরার লড়াইয়ের মুখোমুখি সেখানে প্রতিপক্ষ নাইজেরিয়ান পরের রাউন্ডে যেতে হলে ড্র করলেই চলবে। তবে সেক্ষেত্রে আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয় তবে সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে।