গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে নামছে স্পেন

প্রথম ম্যাচেই পর্তুগালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বিশ্বকাপের শুরুতে নিজেদের পথচলাটা কঠিন করে ফেলে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যদিও পরের ম্যাচে ইরানের বিপক্ষে দিয়েগো কস্তার একমাত্র গোলে নিজেদের বিশ্বকাপে টিকিয়ে রাখে আন্দ্রেস ইনিয়েস্তারা। শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি স্পেন। যারা আবার বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত করে ফেলেছে।

প্রথম ম্যাচের ইরানের কাছে আত্মঘাতী গোলে হেরে দুর্ভাগ্যের বিশ্বকাপ শুরু মরক্কোর। পরের ম্যাচে রোনালদোর গোলের কাছেই হেরে যেতে হয়েছে মরক্কানদের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে যায় মেধি বেনাতিয়াদের। স্পেনের বিপক্ষে তাদের নিয়ম রক্ষার লড়াই। অন্যদিকে স্পেনের জন্য ম্যাচটি বাঁচা-মরার। মরক্কোর কাছে কোনো হোঁচট খাওয়ার অর্থই হলো বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়া।

এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে একাদশে একটি পরিবর্তন এনেছেন স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো। লুকাস ভাসকুয়েজের পরিবর্তে একাদশে রেখেছেন থিয়াগোকে। এছাড়া বাকি সবার ওপর আস্থা রেখেছেন তিনি। পোস্টে ডি গিয়া, ডিফেন্সে রামোস, পিকে, কার্ভাহাল, আলবা- এই চারজনে নিয়ে শক্তিশালী রক্ষণদুর্গ। মিডফিল্ডে রয়েছেন ইনিয়েস্তা, বুস্কেটস, ডেভিড সিলভা। আক্রমণে রয়েছেন দিয়েগো কস্তা, ইসকো এবং থিয়াগো। নিঃসন্দেহে শক্তিশালী একাদশ।

অন্যদিকে, অন্তত একটি জয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে চায় মরক্কো। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো কোচ হার্ভ রেনার্ড হুমকিটা দিয়েই রেখেছেন। স্পেনকে হারাতে চান তারা। সত্যি সত্যি কি পারবে মরক্কো অঘটন ঘটাতে? নাকি স্পেন নিজেদের খেলা দিয়ে বের হয়ে যাবে গ্রুপ পর্ব থেকে। সেটাই এখন দেখার।

স্পেন একাদশ : ডেভিড ডি গিয়া (গোলরক্ষক) (১), সার্জিও রামোস (১৫), জেরার্ড পিকে (৩), জর্ডি আলবা (১৮), দানি কারভাহাল (২), আন্দ্রেস ইনিয়েস্তা (৬), থিয়াগো (১০), সার্জিও বুস্কেটস (৫), দিয়েগো কস্তা (১৯), ইসকো (২২), ডেভিড সিলভা (২১)।

মরক্কো একাদশ : মুনির (গোলরক্ষক) (১), রোমান সেইস (৬), ম্যানুয়েল দ্য কস্তা (৪), আশরাফ হাকিমি (২), নাবিল দিদার (১৭), ইউনুস বেলহান্দা (১০), এমবার্ক বোসুফা (১৪), করিম এল আহমাদি (৮), খালিদ বোতাইব (১৩), হাকিম জিয়েচ (৭), নরদিন আমরাবাত (১৬)।