সম্প্রতি মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের একটি মসজিদের সামনে দুই নারী পর্যটকের নাচের দৃশ্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তারই জের ধরে এবার মসজিদে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুই নারী ছোট পোশাক পরে কোটা কিনাবালু সিটি মসজিদের সামনের দেয়ালে নাচছে।
এ ব্যাপারে রবিবার মসজিদের চেয়ারম্যান বলেছেন, পর্যটকদের গণপরিবহনগুলো আর মসজিদের চত্বরে ঢুকতে দেয়া হবে না। এ ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এ জন্য তিনি দেশটির ট্যুর এজেন্সিগুলোকে সতর্ক করে দেন।
এদিকে সাবাহ স্টেটের পর্যটন মন্ত্রী বলেছেন, ভিডিওটিতে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে।
উল্লেখ্য, দেশটির প্রশাসনিক কর্মকর্তারা চেষ্টা করছে ওই দুই নারী পরিচয় জানার। তবে তাদের দেখে পূর্ব এশিয়ার নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। ফেসবুকে ওই নাচের ফুটেজ দুই লাখ ৭০ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে।