ফেনীতে বিয়ের পরদিন সৌদি প্রবাসী ‘নিখোঁজ’

ফেনীর সোনাগাজীতে বিয়ের একদিন পর সৌদি প্রবাসী শেখ ফরিদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার রাতে পৌরসভা এলাকার চর গনেশ গ্রামের নিজ বাসা থেকে মুঠোফোনে কথা বলতে বলতে বের হয়ে তিনি আর ফেরেননি।

এ ঘটনায় নিখোঁজ প্রবাসী শেখ ফরিদের বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে রোববার দুপুরে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শেখ ফরিদ দীর্ঘ আড়াই বছর পর সৌদি আরব থেকে বাড়িতে এসে গত শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে বিয়ে করেন। বিয়ের একদিন পর শনিবার রাত নয়টার দিকে তার ব্যবহৃত মুঠোফোনে একটি কল আসে। তিনি ঘরে বসে কথা বলছিলেন। এসময় তিনি নববধূকে রেখে ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যান।

দীর্ঘ একঘণ্টা পর ফিরে না আসায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পান। এতে তাদের সন্দেহ হওয়ায় তারা শেখ ফরিদের বন্ধু-বান্ধব ও নিকটাত্মীয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

কোথাও না পেয়ে রাতভর পরিবারের লোকজন তার অপেক্ষায় নির্ঘুম রাত যাপন করেন। রোববার সকালেও তার ভাইসহ আত্মীয়-স্বজনরা তাকে আরো একাধিক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ প্রবাসীর ভাই আরিফ হোসেন বলেন, শেখ ফরিদ দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। তার সঙ্গে কারও বিরোধও নেই। অদ্যবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এজন্য তিনি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

জানতে চাইলে সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, নিখোঁজ প্রবাসী যুবককে উদ্ধার ও তার সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে। পুলিশ শেখ ফরিদের মুঠোফোনের কল লিস্ট বের করে যাচাই-বাচাইয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে। এছাড়া তার স্ত্রীসহ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও এসআই জানান।