আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দাবি করেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি, আমাদের প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটে জয়ী হবেন।
মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে নানক বলেন, বিএনপির প্রার্থীর দুর্বলতা ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট আসেনি। এর দায় সরকারের না।
বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, এ ধরনের অভিযোগ দুঃখজনক উল্লেখ করে নানক বলেন বিএনপিকে প্রত্যাখ্যান করবে গাজীপুরবাসী।
২০১৩ সালে গাজীপুরের মানুষ বিএনপিকে ভোট দিয়ে বঞ্চিত হয়েছে। সেখানে কোনো উন্নয়ন না হওয়ায় তারা দুর্নীতিবাজ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করছি, আমাদের প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটে জয়ী হবেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বৃষ্টিভেজা সকাল থেকে গাজীপুরে শান্তিপূর্ণ ভোট চলছে। অথচ বিএনপি তাদের পুরনো অভ্যাস অনুযায়ী মিথ্যাচারের বাক্স খুলে বসেছে। তারা সরকারকে দোষারোপ করে আত্মপ্রবঞ্চনা বা স্ববিরোধী বক্তব্য দিচ্ছে। কারণ, এই সরকারের অধীনেই নির্বাচনে ২০১৩ সালে গাজীপুরে তারা জিতেছে।