প্রবাসীদের জন্য সুখবর: ফ্রি ভিসা বলে আর কিছু থাকছে না সৌদি আরবে!

প্রবাসীদের জন্য সুখবর- সৌদি প্রবাসীদের কাছে খুবই পরিচিত শব্দফ্রি ভিসা । এখানে যারা কাজের উদ্দেশ্যে এসেছেন তাদের মধ্যে কেউ কেউ সরাসরি কোম্পানীতে কাজ করে, কেউ বা স্পন্সরের সাথে, কেউ বা কোম্পানী বা স্পন্সর (কফিল)কে মাসহারা দিয়ে বাহিরে অন্য কোন কোম্পানী বা দোকানে কাজ করে যা ফ্রি ভিসা নামে অভিহিত। মোটকথা এই ফ্রিভিসা প্রবাসীকে নিদিষ্ট কোন কাজের গ্যারান্টি দেয় না। সৌদিতে আসার পর তাকে কাজ খুঁজে নিতে হয়।

তবে আরব নিউজের এক খবরে জানা গেছে, সৌদি সুরা কাউন্সিল ফ্রি ভিসায় যারা বাইরে কাজ করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার সুপারিশ করেছে। এই আদেশ অচিরেই কার্যকর হতে যাচ্ছে বলেও জানিয়েছে সৌদি কতৃপক্ষ।তবে সৌদি প্রবাসীরা বলছেন, নতুন এ নিয়ম করলে কি আর না করলেই কি। ফ্রি ভিসায় এখন কোন সুবিধাই নেই সৌদি আরবে। অন্যভাবে বলতে গেলে ফ্রি ভিসায় সৌদি আরবে আসা মানে ইচ্ছে করে বিপদে পড়ে। তারপরেও এ নিয়ম করলে হয়তো যারা জানেন না, তারা অন্তত বিপদ থেকে রক্ষা পাবেন।

হিসেব করে দেখা গেছে, নামে ফ্রি ভিসা হলেও ফ্রি ভিসা নিয়ে সৌদি গিয়ে বিশাল খরচের বোঝা মাথায় নিতে হয়। এক্ষেত্রেচাকরি থাকুক আর না থাকুক সরকারি বেসরকারী বিভিন্ন খাতে যেমন, ভিসা রিনিউ করার সময়, জাওয়াজাত ফি, হেলথ ইন্সুরেন্স, ভিসা নবায়ন করার সময় নিদিষ্ট ফি দিতে হয়।কিন্তু বর্তমানে চাকরির বাজারে চাকরি জোটানো খুব কষ্টের। তারপরেও যারা ফ্রি ভিসায় সৌদি আরবে বর্তমানে অবস্থান করছেন, তাদের কি করতে হবে, কি করলে তাদের দেশে আসতে হবে না,