মসজিদের দেয়ালে দাঁড়িয়ে অশালীন পোশাকে নাচ

মালয়েশিয়ায় বোর্নিও দ্বীপের একটি মসজিদের সামনের দেয়ালে দাঁড়িয়ে দুই নারী পর্যটকের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ঘটনায় পর্যটকদের জন্য মসজিদে পরিদর্শন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, সাবাহ রাজ্যের বোর্নিও দ্বীপের কোতা কিনাবালু সিটি মসজিদের দেয়ালে দাঁড়িয়ে নাচানাচি করছেন দুই নারী। এ সময় তাদের পরনে ছিল হাফ-হাতা টপ ও শর্টস। আর এ নিয়েই শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের পর পরই ভাইরাল হয়ে যায়।

by Taboola
Sponsored Links
You May Like
Woman Reads 100 Books In A MonthBlinkist
If you own a Computer then you have to try this GameAstro Conquest
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি দেখে মসজিদ কর্তৃপক্ষ ওই দুই নারীকে খুঁজে বের করার চেষ্টায় আছেন। এখন পর্যন্ত ভিডিওটি দুই লাখ ৭০ হাজার বার দেখা হয়েছে।
বিষয়টি নিয়ে সাবাহ রাজ্যের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ‘মুসলমানদের প্রতি মর্যাদার অভাব’ বলে মন্তব্য করেন।

গত রোববার মসজিদের চেয়ারম্যান বলেন, ‘মসজিদের কাছে কোনো সরকারি পরিবহনে করে পর্যটকদের আসতে দেওয়া হবে না। এ ব্যাপারের আমাদের ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা চলছে, ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা না ঘটে।

এ সময় মালয়েশিয়ার মসজিদগুলোতে বিদেশী পর্যটকদের শালীন পোশাকে আসার পরামর্শ দেওয়া হয়।