মিসরে আবারো জরুরী অবস্থার মেয়াদ বাড়লো

আবারো জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে মিসর। পরবর্তী তিন মাসের জন্য এই জরুরী অবস্থা বৃদ্ধি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ সংক্রান্ত ডিক্রি জারি করেছেন। সোমবার এর অনুমোদন দিয়েছে পার্লামেন্ট।

মেয়াদ বাড়ানোর পর পার্লামেন্টের স্পিকার আলি আবদেল আল বলেছেন, প্রথমে যে কারণে জরুরী অবস্থা জারি করা হয়েছিল তা বহাল থাকায় মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছিল।

উল্লেখ্য, এক বছরের বেশি সময় ধরে মিসরে চলছে জরুরি অবস্থা।

মিসরে জরুরি অবস্থা চলার সময়ে যেকোনো নাগরিকের যোগাযোগের ওপর গোয়েন্দা নজরদারির মৌখিক বা লিখিত আদেশ দিতে পারেন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ এমনকি প্রকাশনা বন্ধের সিদ্ধান্তও দিতে পারেন তিনি।