স্কুলছাত্রের ব্যাগে- স্কুলের ব্যাগে থাকার কথা বই-খাতা-কলম। কিন্তু শিক্ষক ওই ব্যাগ খুলতেই দুঃশ্চিন্তায় পড়ে গেলেন। ব্যাগে কেন বইয়ের পরিবর্তে এ জিনিস পাওয়া যাবে। পরে ওই ছাত্রের অভিভাবকে স্কুলে ডেকে পাঠান বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।
নাটোর সদর উপজেলার পাইকেরদোল এসসি উচ্চ বিদ্যালয়ের শিহাব (১৪) নামে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রের ব্যাগ থেকে দুইটি দেশীয় ছোরা জব্দ করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
সোমবার দুপুরে দুটি ছোরা জব্দের পর একটি সালিশ বৈঠক বসিয়ে বন্ড সই নিয়ে ওই ছাত্রকে অভিভাবকের কাছে হস্তান্তর করে ম্যানেজিং কমিটি। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক রিবরাজ করছে। শিহাব সদর উপজেলার বেজভাগ এলাকার মোজাফফর হোসেনের ছেলে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে সদর উপজেলার পাইকেরদোল এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান ৮ম শ্রেণীর সমাজ বিজ্ঞানের ক্লাস নিতে যান।
কিন্তু তিনি ক্লাসে গিয়ে দেখেন, বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের ব্যাগ রেখে বাইরে অবস্থান করছেন। পরে তিনি অনুপস্থিত ছাত্রদের ব্যাগগুলো সংগ্রহ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিকট হস্তান্তর করেন।
পরে ম্যানেজিং কমিটির সভাপতি অন্তরা রানীসহ অণ্যান্যরা ব্যাগগুলো খুলে দেখতে শুরু করেন। এক পর্যায়ে তারা শিহাবের ব্যাগে দুটি ছোরা(চাকু) দেখতে পান।
পরে বিদ্যালয়েই তাৎক্ষনিকভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করে ম্যানেজিং কমিটি। সালিশে ওই ছাত্রকে উত্তম মাধ্যম দিয়ে একটি বন্ড পেপারে স্বাক্ষর নিয়ে অভিভাবকের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, শিহাব খুব উচ্ছৃঙ্খল ছেলে। সে নিয়মিত ক্লাস করে না। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। বিদ্যালয়ে এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অন্তরা রানীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।