সালাহর গোলে এগিয়ে মিসর

সৌদি আরবের বিপক্ষে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে মিসর। খেলার ২২ মিনিটে সৌদি আরবের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল দেন সালাহ।

আজকের ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় মিসর। রাশিয়া বিশ্বকাপের প্রথম দুই খেলায় হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মিসর। একই অবস্থা সৌদি আরবের। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাচ্ছে মুসলিম অধ্যুষিত এই দুই দেশ।

বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে সৌদি আরব ও মিসর। দুই দলের জন্যেই এটা কেবল নিয়মরক্ষার ম্যাচ।

মিসর একাদশ : এসাম এল হাদারি (অধিনায়ক), আহমেদ ফাতহি, আহমেদ হেগাজি, আলি গাবর, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আবদালা, মোহামেদ সালাহ, ত্রেজিগেত, মারওয়ান মোহসেন।

সৌদি আরব একাদশ: আলো মোসায়লেম, আলবুরাক, ইয়াসের আল-শাহরানি, ওসামা হাওজাভি, মোতাজ, হাতান, সালমান আল-ফারাজ, আব্দুল্লাহ ওতায়েফ, সালেম আল-দাওসারি, হোসাইন আল-মোগাওভি, ফাহাদ আল-মুওয়াল্লাদ।