আজ ইরানের মুখোমুখি হবে পর্তুগাল

সাবেক পর্তুগাল কোচ কার্লোস কুইরোজের ইরানকে পরাস্ত করে আজ সোমবার পর্তুগীজকে শেষ আটে পৌঁছে দিতে চান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো ও কুইরোজ দুইজনই চতুর্থবার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। একজন খেলোয়াড় হিসেবে এবং আরেকজন কোচ হিসেবে। তাদের মধ্যে সম্পর্কও বেশ পুরনো। ২০০৩ সালে কিশোর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই কুইরোজের সঙ্গে সম্পর্ক রোনালদোর।

৬৫ বছর বয়সী কুইরোজ রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করার আগে দুটি মৌসুম কাটিয়েছেন এ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবে। যেখানে ২০০৯ সালে যোগ দেন রোনালদো। আর ওই যোগদান প্রক্রিয়ায় সহায়তা করেছিলেন কুইরোজ।

তবে ওই সম্পর্কে চ্ছেদ ধরে ২০১০ বিশ্বকাপে। যেখানে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। আর ওই হারের জন্য কুইরোজকেই দোষারোপ করেছিলেন রোনালদো। পরে অবশ্য ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় রোনালদোর পর্তুগালকে। তবে এবারের বিশ্বকাপে পাঁচবারের বিশ্বসেরার খেতাবধারী এ তারকা একাই টেনে নিয়ে চলেছেন নিজ দেশকে। প্রথম দুই ম্যাচে দলীয় চার গোলের সবকটিই করেছেন ‘সিআর সেভেন’।

নকআউট পর্বে পৌঁছাতে হলে আজকের ম্যাচে ড্র করলেই চলবে পর্তুগালের। নক আউট পর্বে যেতে পারলে সেখানে প্রতিপক্ষ হিসেবে রাশিয়া অথবা উরুগুয়েকে পেতে পারে পর্তুগাল।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরক্কোকে ১-০ ব্যবধানে হারানোর পর স্পেনের বিপক্ষে একই ব্যবধানে পরাজিত হওয়া ইরানকে প্রথমবার বিশ্বকাপের নক আউট পর্বে যেতে হলে অবশ্যই পর্তুগালের বিপক্ষে জয় পেতে হবে।

২০০২ সালে দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে পৌঁছে দেওয়া ইরানের কোচ কুইরেজ আসন্ন ম্যাচকে ‘সবচেয়ে আকর্ষণীয় এবং ইরানের হয়ে নিজের সাত বছরের ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপুর্ন ম্যাচ’ হিসেবে অভিহিত করেছেন।

বুধবার স্পেনের বিপক্ষে ম্যাচ পরাজিত হওয়ার পর কুইরোজ বলেন, আমরা জানি কাজটা কঠিন হবে। তবে এখানে আসার আগে যেমনটা বলেছি সহজ কোনো কিছুই আমরা আশা করি না। পর্তুগালের বিপক্ষে এটা হবে আমাদের ম্যাচ পয়েন্ট।