‘রশিদ তুমি ন্যাচারালি ট্যালেন্ট’

এ যেন গোবরে পদ্ম ফুল। পঁচা ডোবায় শালুক ফুল। তা না হয় কিভাবে এমন একটি বিরল প্রতিভা পায় যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। তাও যেন তেন প্রতিভা নয়। একেবারে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় অবস্থান করার মতো অবস্থা।

প্রিয় পাঠক বলছি আফগানিস্তানের লেগ স্পিনার মোহাম্মদ রশিদ খান সর্ম্পকে। ক্রিকেট থেকে ১৯ বছর বয়সী এই তারকার চাওয়া পাওয়ার কিছুই থাকতে পারে না। কারণ স্বল্প ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও বিগব্যাশ-আইপিএল-বিপিএলসহ বিশ্বের বড় বড় লিগগুলো খেলে ফেলেছেন তিনি। তারপরও ক্রিকেটীয় ক্ষুধা বলতে একটি কথা আছে। তাই হয়তো আরো নতুন চমকের অপেক্ষায় ক্রিকেটে আষ্টেপৃষ্ঠে লেগে আছেন রশিদ।

তবে রশিদকে আজকের এই অবস্থানে আসার পেছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। এ নিয়ে সম্প্রতি কথা বলেছেন ক্রিকবাজের সঙ্গে। বলেছেন, ‘ছোটবেলায় যখন আমি ক্রিকেট খেলতে চাইতাম বাবা-মা তাতে বাধা হয়ে দাঁড়াতেন। কারণ তখন দেশের অবস্থা মোটেও ভালো ছিল না। তারা চাইতেন আমি পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি। এছাড়া ক্লাসে আমার রোল ছিল ৫। বলা চলে আমি মেধাবি ছিলাম।’

লেগ-গুগলি মিক্সড বোলিংয়ে পুরো বিশ্বকে মাত করে দিচ্ছেন রশিদ। তারপরও নিজেকে আরো সমৃদ্ধ করতে আইপিএল চলাকালীন একবার লঙ্কান স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরণের সাহায্য চেয়েছিলেন রশিদ। তখন মুত্তিয়া তাকে সুধালেন, রশিদ তুমি ন্যাচারালি ট্যালেন্ট। আশা করি তোমার আর ট্রেনিংয়ের প্রয়োজন নেই।’-ক্রিক ট্যা.