ভাগ্য ফেরাতে শ্রমের সন্ধানে মালয়েশিয়ায় গিয়ে মাত্র ১৩ দিনেই লাশ হয়ে ফিরলেন চৌগাছার প্রকাশ মুখার্জী (২২)। তিনি চৌগাছা সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের জীবনকুমার মুখার্জীর ছেলে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ১৪ জুন মালেশিয়ার পেনাং শহরে তার মৃত্যু হয়।
মৃতের বাবা জীবন মুখার্জী চৌগাছা শহরের মুখার্জী টেইলার্সের স্বত্বাধিকারী। সকল প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দেশে নিয়ে এসে রবিবার উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া শ্মশানে তাকে সমাহিত করা হয়েছে জানান প্রকাশের কাকা ডা. স্বপন কুমার মুখার্জী। মাত্র ১৩ দিনের মাথায় লাশ হয়ে দেশে ফেরায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডা. স্বপন মুখার্জী বলেন, ‘মাত্র ১৩ দিন আগে ২ জুন আমার ভাতিজা মালয়েশিয়ার পেনাং শহরে গিয়ে কাজে যোগ দেয়। ঈদুল ফিতরের দুই দিন আগে অর্থাৎ ১৪ মে হঠাৎ স্ট্রোক করলে চৌগাছা এলাকার ছেলেরা মালয়েশিয়ার একটি হাসপাতালে নিয়ে যান প্রকাশকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।