ষ্টাফ রিপোটার ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্মী সভা করেছে। রোববার দুপুরে দামুড়হুদা কুড়ালগাছি দলীয় কার্য্যলয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় কুড়–লগাছি দলীয় কার্যালয়ে প্রবীন আওয়ামী লীগ নেতা ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল কাদেও সর্দারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সম্ভব্য প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক হশেম রেজা। তিন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে দৃশ্যমান উন্নয়নের ধারা অব্যাহত থাকে। নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন নিজ নিজ এলাকায় সরকারের সফলতার কথা সাধারণ জনগনের কাছে তুলে ধরতে হবে। আর নৌকা প্রতীকের জন্য সংসদ নির্বাচনে ভোটারদের কাছে ভোট চাইতে হবে। আগামি নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে এলাকার বাকি উন্নয়ন মূলক কাজ গুলো শেষ করা হবে। নৌকা প্রতীকের জন্য সকলকে ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধারা আমার নির্বাচনি এলকায় অব্যাহত থাকবে। সকল নেতা-কর্মীকে সততার সাথে কাজ করতে হবে। অন্যায় কাজ থেকে দুরে থাকতে হবে কারণ আমি অন্যায় সহ্য করি না। নির্বাচনের আর অল্প সময় বাকি আছি তাই সংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
কর্মী সভায় উপস্থিত ছিলেন আরও আওয়ামী লগী নেতা হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উথলী আওয়ামীলীগ নেতা সরফরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, জীবননগর উপজেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগ নেতা নাজমুল হক গেগার, মোহাম্মদ আলি, মো: জমিস উদ্দীন মেম্বর, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউসার আলি, সাহাবুদ্দীন, জাহাঙ্গীর, বিল্লাল হোসেন, আপেল উদ্দিন, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসনে, সদরুল ইসলাম, শাকিল, জাহিদুল, কবির, আব্দুল হাই,ছাত্রলীগ নেতা রনজু, বকুল, আলামিন, মজিবর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা সাংবাদিক মনিরুল।
অপর দিকে বিকাল ৪ টায় দামুড়হুদার নতিপোতায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। নতিপোতা ইউনিয়ন আ:লীগ নেতা মো: মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জনাব মো: হাশেম রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন আ:লীগ নেতা রেজাউল হক, সরফরাজ উদ্দীন, জসিম মেম্বর, মোহাম্মদ আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মিনারুল হক, কাওছার আলী, বিল্লাল হোসেন, আব্দুর রশিদ, রিপন, জহুরুল, বশির উদ্দীন প্রমুখ।