সম্প্রতি এক ঘটনা,প্রবাসী একজন মেয়ে কাতারে এক বাসায় কাজ করতো, সেই মেয়ে রাতে…

বিজ্ঞান এবং প্রযুক্তির এই যুগে মোবাইল যেন একটি অপরিহার্য বস্তু। যা ছাড়া যেন এখন যেন আমাদের জীবনটাই অচল। কিন্তু সেই মোবাইলও কেড়ে নিতে পারে আপানার প্রান।

সম্প্রতি এক ঘটনা, কাতারে এক বাসায় ইন্দোনেশিয়া প্রবাসী মেয়ে কাজ করতো। সেই মেয়ে রাতে মোবাইল ফোন চার্জে লাগিয়ে হেডফোনে কথা বলতেছিলো।মোবাইল ফোনের ডিচপ্লে আকস্মিক শব্দ হয়ে কান, চোখ, নাগ,ও মুখ দিয়ে রক্ত বের হয়ে সাথে সাথে সে মারা যায়।

জনসচেতনতা মুলক আমরা সবাই একটু সর্তকতা ভাবে নিজের ফোন চার্জে লাগিয়ে হেডফোন কানে দিয়ে যেন ব্যবহার না করি। আর আপনাদের কাছে আমাদের অনুরোধবাচক কথা এই পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।