ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্লাস শুরু হচ্ছে আগামী ১ জুলাই (রোববার) থেকে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে রোববার (২৪ জুন) থেকে।
এর আগে ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত সব বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত সব আবাসিক হল বন্ধ রাখা হয়।
এদিকে, পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর পালন শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ছুটিতে প্রায় ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।