হোয়াইটওয়াশের লক্ষ্যে ইংল্যান্ডের শক্তিশালী একাদশ

ওয়ানডে ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লজ্জার দিকে ঠেলে দিল ইংলিশরা। ইংল্যান্ড ৫ ম্যাচ সিরিজের ৪-০ তে জিতে সিরিজ নিশ্চিত করেছে আগেই। রোববার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকাল ৪টায় শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই হোয়াইটওয়াশের লজ্জা দিবে ইংলিশরা।

গেল চারটি ম্যাচে ইংলিশদের কাছে পাত্তাই পেল না পেইন বাহিনী। একের পর এক হারতে হয়েছে তাদের।

প্রথম ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২১৪ রান। জবাবে ৩০ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মরগান বাহিনী। দ্বিতীয় ম্যাচে প্রথমে ইংল্যান্ড করে ৪৮১ রান করে বিশ্ব রেকর্ড করে। জবাবে ৩৭ ওভারে ২৩৯ রান করে থেমে যায় অজিরা।

তৃতীয় ম্যাচে প্রথমে ৩৪২ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৭.১ ওভারের সময় সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রানে আটকে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। অজি ব্যাটসম্যান শন মার্শ এবং অ্যারন ফিঞ্চের সেঞ্চুরির উপর ভর করে ৩১০ রানের পাহাড়সম রান দাঁড় করায় অস্ট্রেলিয়া। কিন্তু আগের ম্যাচে যারা ৪৮১ রান তুলেছে, তাদের কাছে ৩১০ রান তো নিতান্তই তুচ্ছ। হয়েছেও তাই। ব্যাট করতে নেমে জেসন রয় ও জনি বেয়ারস্টোনের ওপেনিং জুটিতে ১৭৪ রান তুলে ইংলিশরা। এরপর জস বাটলার নেমে তাণ্ডব দেখিয়েছে। তার ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসেই শেষ পর্যন্ত ৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

ইংলিশ শিবিরে আসতে পারে দুই পরিবর্তন। এদিন ক্রেইগ ওভারটন ও মার্ক উডের পরিবর্তে দেখা যেতে পারে লিয়াম প্লাংকেট ও জেক বলকে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রায়, জনি বেয়ারস্টো,অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, ডেভিড উইলি, ক্রেইগ ওভারটন/ লিয়াম প্লাংকেট, আদিল রশিদ ও মার্ক উড / জেক বল।