আজ থেকে ঠিক ৩১ বছর আগে আর্জেন্টিনার রোজারিও শহরে হোর্হে মেসি ও সেলিয়া কুচেত্তিনির সংসারে এসেছিল তাদের তৃতীয় সন্তান লিওনেল মেসি। স্বাভাবিক বাচ্চাদের মত ছিল না সেই ছেলের বাল্যকাল। দৈহিক অস্বাভাবিকতা ধরা পড়ে খুব ছোট্ট বেলায়। তবে কালের পরিক্রমায় এবং অসাধারণ ফুটবলশৈলীর কারণে বিশ্ব মঞ্চে তিনি জনপ্রিয় নাম।
আর্জেন্টাইন এই তারকার জন্মদিনে গোনিউজের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও ভালোবাসা। এছাড়া জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের জন্য থাকছে এই মহাতারকার জানা-অজানা ১৯টি তথ্য।
১-পুরোনাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি।
২-মেসির দু’টি পাসপোর্ট— একটি স্পেনের, অন্যটি আর্জেন্টিনার। মেসি স্পেনের জাতীয় টিমে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
৩-মেসির হাতে একটি ট্যাটু রয়েছে, তাতে তার ছেলে থিয়াগোর নাম এবং হাতের ছাপ রয়েছে।
৪-জীবনের প্রথম আন্তর্জাতিক খেলায় মেসি রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েন। ২০০৫-এ কিশোর মেসিকে পরিবর্ত খেলোয়াড় হিসেবে হাঙ্গেরির বিরুদ্ধে একটি খেলায় নামানো হয় কিন্তু ৪৭ সেকেন্ডের মাথায় তাকে ফেরত আসতে হয় লাল কার্ড দেখে।
৫-জন্মের ৭২ ঘণ্টা পরেই মেসির বড় ছেলে থিয়াগোকে খেলোয়াড় হিসেবে অফার দেয় মেসির প্রথম ক্লাব নেওয়েল’স ওল্ড বয়েজ সাপোর্টার্স ক্লাব। ২০ মাস বয়েসে তিয়াগো ইতালির সৈকতে প্রথমবার বলে কিক করে।
৬-২০০৭ সালে মেসি তৈরি করেন ‘লিও মেসি ফাউন্ডেশন’। এর উদ্দেশ্য, শিশুদের শিক্ষা ও চিকিৎসায় সাহায্য করা। এর বাইরে, মেসি ইউনিসেফ-এর ‘গুডউইল অ্যাম্বাস্যাডর’।
৭-এক বছরে সর্বোচ্চ গোলদাতার শিরোপা পেয়েছেন মেসিই। ২০১২ সালে ৮৬টি গোল।
৮-মেসির বাঁ-পায়ের একটি সলিড গোল্ড কাস্ট তৈরি করা হয়। ২৫ কেজি ওজনের এই পায়ের উচ্চতা ১০ ইঞ্চি। ২০১১-এর সুনামি-বিধ্বস্ত মানুষের জন্য ফান্ড তৈরি করতে এই পা তৈরি হয়।
৯- মাত্র ২১ বছর বয়সে মেসি ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনিত হন।
১০- ২২ বছর বয়সে প্রথমবার ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেন। ২০১০ সাল থেকে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার দুটিতে এক করে নাম দেয়া হয় ফিফা ব্যালন ডি’অর।
১১-ক্যারিয়ারে মোট পাঁচ বার বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হন।
১২-২৫ বছর বয়সে তিনি লা লিগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেন।
১৩- স্বদেশী গ্রেট ম্যারাডোনাকে টপকে দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি (৬৪)।
১৪- ২০১৭ সালের মে মাসে তিনি বার্সেলোনার হয়ে নিজের ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।
১৫- প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে ৬১৬ গোল করেছেন মেসি। ক্লাব বার্সেলোনার হয়ে ৫৫২ গোল ও দেশের হয়ে করেন ৬৪ গোল।
১৬- লা লিগায় এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল: ৩৮৩টি।
১৭-লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা: ৫০ গোল।
১৮-লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ হ্যাট্রিক: ৮ হ্যাট্রিক।
১৯.-এল ক্ল্যাসিকোতে সর্বোচ্চ গোল: ২৬টি।